নিজস্ব প্রতিবেদক ►
পল্টন হত্যাকান্ড দিবসে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির মহাসমাবেশে বোমা হামলা করা হলে শহীদ হন কমরেড হিমাংশু, মজিদ, হাসেম, মোক্তার ও বিপ্রদাস। আহত হন অনেক কমরেড।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় সিপিবি, গাইবান্ধা জেলা কার্যালয় চত্বরে প্রবীণ কমিউনিস্ট কমরেড সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মন্ডল প্রমুখ।
বক্তারা বোমা হামলায় শহিদ কমরেডদের স্মরণ করে বলেন, ২০০১ সালে সিপিবি’র সমাবেশে বোমা হামলা ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, প্রগতির চাকা বন্ধ করে দেয়া। এই ষড়যন্ত্র অব্যাহত আছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগের হাত ধরে তা অব্যাহত আছে। অর্থ পাচার, ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস করছে তারাই।
তারা আরো বলেন, বর্তমান দুঃশাসন হটাতে হবে, ব্যবস্থার বদল করতে হবে আর বাম প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ, দেশের সম্পদ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।