Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০১

গাইবান্ধায় ওয়াশ অগ্রগতি মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধায় ওয়াশ অগ্রগতি মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার এসকেএস ইন- এর বালাসী কনফারেন্স হলে ওয়াশ অগ্রগতি মনিটরিং বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজ স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব বিকাশে আজ (মঙ্গলবার, ২৮ মে) এসকেএস ফাউন্ডেশন রাইজিং ফর রাইটস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে। 

প্রশিক্ষণের উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন। 

তিনি বলেন, গাইবান্ধা শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে সচেতনতা ও সতর্কতা উভয় কাজই চলছে। এই কাজের অগ্রগতির জন্য স্থানীয় জনগোষ্ঠীর পর্যবেক্ষণ, মতামত এবং নেতৃত্ব খুবই দরকার। তিনি আরো বলেন, নাগরিক সেবা পাওয়া নাগরিকের অধিকার। সেই অধিকার প্রাপ্তিতে দেশের যেকোনো নাগরিক দেশের সেবা প্রদানকারীদের কাছে তাদের ন্যায্য দাবী তুলে ধরতে পারেন নির্বিঘ্নে। এইজন্য কমিউনিটি-ভিত্তিক অংশগ্রহণমূলক মনিটরিংয়ের মাধ্যমে ওয়াশ সম্পর্কিত স্থানীয় সমস্যাসমূহ চিহ্নিত করতে হবে এবং পর্যবেক্ষণগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে কমিউনিটি মনিটরিং বিশেষকরে অংশগ্রহণমূলক মনিটরিংয়ের প্রয়োজনীয়তা এবং এর ধাপ ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। মনিটরিং একটি রুটিনমাফিক ও চলমান প্রক্রিয়া। একটি কার্যকরী মাধ্যম হিসেবে স্থানীয় জনগোষ্ঠী স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের উন্নয়ন কর্মসূচি মনিটরিং করেন এবং পর্যবেক্ষণসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। 

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র ১ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ আহম্মেদ এবং গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক। এই সময় তারা সেবা প্রাপ্তির জন্য নাগরিকদের নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad