• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২৬
  • ৪২ বার দেখা হয়েছে

গাইবান্ধায় ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস পালিত

গাইবান্ধায় ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড ‘খাপড়া ওয়ার্ড শহীদ দিবস’ পালন করা হয়েছে। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় দলটির জেলা কার্যালয়ে প্রতীকী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সংগঠক ওয়ারেছ সরকার, সদস্য ভোলা বর্মন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের মধ্যে থাকা খাপড়া ওয়ার্ডে আটক কমিউনিস্ট ও বামপন্থি রাজবন্দিদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই নৃশংস ঘটনায় সাতজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল ৩২ জন। সেই থেকে দিবসটি এই উপমহাদেশে ‘খাপড়া ওয়ার্ড শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়