Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৯

গাইবান্ধায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

গাইবান্ধায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক►

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ জেলা পর্যায়ের কর্মশালা আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব ও স্বপ্ন-২য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আবু সেলিম মাহামুদ-উল হাসান। 

উপস্থিত ছিলেন সুইডেন এ্যামবাসির মার্কেট ডেভলপমেন্ট ন্যাশনাল প্রোগাম অফিসার ইকরামুল হক সোহেল, স্বপ্ন-২য় পর্যায় জাতীয় প্রকল্পের ব্যবস্থাপক রোজী আকতার । কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. শরিফুল ইসলাম।

প্রকল্পের ১ম পর্যায়ের ফলাফলের ওপর ডকুমেন্ট্রি উপস্থাপন করেন স্বপ্ন প্রকল্পের রংপুর জেলা ব্যবস্থাপক মোহাম্মুদুল হক মুকুল। কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশ রিজিওনাল কোর্ডিনেশন এনালিস্ট স্বপ্ন-২য় পর্যায়, মোঃ আহমাদুল কবীর আকন। 

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান।

বক্তব্য রাখেন সদর ইউএনও মাহমুদ আল হাসান, জেলা সমবায় অফিসার মো. আনিসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা লিখ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

অবহিতকরণ কর্মশালার মূল আলোচনার বিষয় ছিল; প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, কাঙ্খীত ফলাফল, বাস্তবায়ন কৌশল, বিআইডিএস কতৃক ১ম পর্যায় এর মূল্যায়ন ফলাফল, উপকারভোগী মহিলা নির্বাচনের অভিজ্ঞতা, সবল দিক, বাধা সমুহ, সমাধান কৌশল, স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডার ( উপজেলা স্বপ্ন সেল, ইউনিয়ন পরিষদ, সহযোগি এনজিও, ব্যাংক) এর দায়িত্ব ও কর্তব্য এবং উপকারভোগী মহিলা নির্বাচন প্রক্রিয়া।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ন সচিব বলেন, স্বপ্ন প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের উপকারভোগী শতভাগই অতিদরিদ্র নারী। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা করেছিলেন ঘরে ঘরে চাকুরী প্রদান করবেন। এই প্রকল্পটি শতভাগই হত দরিদ্র নারীদের চাকুরী প্রদানের প্রকল্প। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় ”জিরো টলারেন্স” নীতি অনুসরণ করতে হবে। 

কর্মশালায় গাইবান্ধা জেলার ০৫টি উপজেলাধীন (গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ) উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, এনজিও প্রতিনিধি, সহযোগি সংস্থার কর্মকর্তাবৃন্দ,জেলা পর্যায়ে প্রকল্পে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad