নিজস্ব প্রতিবেদক►
মিছিল, আলোচনা সভা ও সমাবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় ইয়াসমিন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাসদ (মার্কসবাদী)’র অঙ্গ সংগঠন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র পৃথকভাবে এসব কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
এসব কর্মসূচিতে সংগঠনগুলোর নেতাকর্মীরা বলেন, ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন-সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে নিহত হন এবং হত্যাকারীদের ফাঁসি হয়। বক্তারা শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে ২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণার দাবি জানান। এছাড়া নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন বন্ধ, তনু-মুনিয়াসহ সারাদেশে নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার এবং সর্বক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করার দাবি জানান বক্তারা।
দিবসটি উপলক্ষে আজ (শনিবার, ২৪ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য আফরোজা আব্বাস, প্রতিমা সরকার, শিক্ষক পাপড়ি আক্তার ও হাবীবা বেগম। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদের জেলা কমিটির সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা নেতা জিহানুল হক জোহা। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলা সদস্য সুমনা আক্তার। সমাবেশ শেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বেলা ১১টার দিকে জেলা শহরের ১ নম্বর ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাসদ (মার্কসবাদী)’র অঙ্গ সংগঠন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১ নম্বর ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেলা সিদ্দিকা, জেলা সংগঠক আফরোজা সুলতানা, শিল্পী আক্তার ও কলি রানী প্রমুখ।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বেলা ১২টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ করে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা আফরোজা বেগম লিলি, সংগঠনের জেলা সংগঠক পারুল বেগম প্রমুখ। এছাড়াও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন।