নিজস্ব প্রতিবেদক►
গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে গাইবান্ধায় আদালত বর্জন করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আদালত বর্জন করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ করেন তারা।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাড. সায়েদ আল আসাদ, সিনিয়র আইনজীবী অ্যাড. একেএম হানিফ বেলাল, অ্যাড. মিজানুর রহমান মিজান, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. মোকছেদুর রহমান, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, অ্যাড. হায়দার আলী, অ্যাড. সামিউল ইসলাম সামি, অ্যাড. শরিফুল ইসলাম রুবেল, অ্যাড. আল এমরান হাবিবুল্লাহ, অ্যাড. গোলাম আজম, অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. মুরাদ হাসান, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আবু শাহিন প্রধান, অ্যাড. খন্দকার আল-আমিন, অ্যাড. নুর আলম, অ্যাড. জাহিদ হাসান খান প্রমুখ।
আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহনেওয়াজ খান সমাবেশটি সঞ্চালনা করেন।