Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৯

গাইবান্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

গাইবান্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল ও ডা. আফরোজ জাহান। এছাড়াও অন্যান্যের মাঝে প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. মোজহারুল মান্নান, সহ-সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আনিছুল হক দুলু, সদস্য আশরাফ খান, সদস্য মাজেদা খাতুন কল্পনা, সদস্য মহফিল হোসেন, নাজমা আক্তারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad