নিজস্ব প্রতিবেদক►
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ (রবিবার, ১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শণ করে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক এহছানুল কবির, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি মোশাররফ হোসেন, আবু সাইদ তুহিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। যাতে আগামীতে যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।