নিজস্ব প্রতিবেদক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের আর রহমান হোটেলের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন দলের জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল। এতে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি ও গাইবান্ধা-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপনসহ জেলা-উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন।
এ সময় অ্যাডভোকেট সফুরা বেগম রুমি জানান, যেসব আসনে মহাজোটের প্রার্থীদের সাথে সমঝোতা হয়েছে সেসব আসনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে জোটের প্রার্থীকে বিজয়ী করতেই কাজ করতে হবে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তু অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।