Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৯-২০২৩, সময়ঃ দুপুর ০১:৪৭

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তুল ও গুলিসহ তিন ডাকাত গ্রেফতার

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তুল ও গুলিসহ তিন ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ ৯ সেপ্টেম্বর শনিবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মো.কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ৬ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচলনা করা হয়। এসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে উল্লেখিত ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ওই অপরাধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে এই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধৃতদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগেও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।

উল্লেখ্য, আসামি ১ ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার এর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা। সাখাওয়াত হোসেন ডাবলু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।এবং শাহিন আলমের একটি মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad