নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ অবরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি জেলা কমিটি সংগঠন কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার মো: আজমল খান নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
সংগঠনের সাবেক চেয়ারম্যান এনতাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নতুন কমিটির চেয়ারম্যান আজাদ মো: আবু রায়হান মন্ডল, ভাইস চেয়ারম্যান-১ শাহ মো: হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান-২ মো: মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহাফিল হোসেন, কোষাধ্যক্ষ মো: খায়রুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ মার্চ কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠনতন্ত্রের ১৩ এবং ১৮ ধারামতে একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে আর কোন প্যানেল না থাকায় মনোনয়ন দাখিলকৃত প্যানেলের সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।