• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৮

গাইবান্ধার সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর মায়ের মৃত্যু

গাইবান্ধার সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুরবানী সংসদের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবুর মা ও শহরের গোডাউন রোডের মৃত রফিকুল ইসলামের সহধর্মিনী হাসিনা মুরশীদ (৭৭) মৃত্যুবরণ করেছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) রাত সোয়া ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (১৭ মে) বাদ আসর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবুসহ আরও অনেকে। 

এছাড়াও গাইবান্ধার সংস্কৃতি কর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়