নিজস্ব প্রতিবেদক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বিএনপি জামাতের চলমান সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ অক্টোবর) বুধবার বিকালে খোলাহাটি আদর্শ মাঠবাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ খোলাহাটি ইউনিয়ন শাখা আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি ও উন্নয়ন সমাবেশে খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিত সরকার নয়া মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, গাইবান্ধা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশ সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ওমর ফারুক রুবেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, জাতীয় শ্রমিকলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, খোলাহটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ঝিলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক রাজা, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ হারুন অর রশিদ হারুন, মোঃ ফিরোজ কবির, মোঃ মোজাহিদুল ইসলাম রাসেল, কাজী সামছুল ইসলাম, খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফিমুছার রহমান ফিজার, ইউনিয়ন নেতা চাষী আলম, মোজাম্মেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আসিফ সরকার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুক্তি।