Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১-২০২৪, সময়ঃ রাত ০৮:৪০

গাইবান্ধা-৫ আসনের ভোট নিয়ে বিভ্রান্তি

গাইবান্ধা-৫ আসনের ভোট নিয়ে বিভ্রান্তি

মাধুকর ডেস্ক►

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসনটিতে ভোট হওয়া নিয়ে দুই রকমের তথ্য সামনে আসছে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আসনটিতে ভোট স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বলা হয়, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় আসনটির ভোট স্থগিত হয়েছে।

এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা-৫ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), এনপিপির ফারুক মিয়া (আম) এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। তবে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আতাউর রহমান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad