Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১২-২০২৩, সময়ঃ সকাল ১১:৩১

গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার-ইঞ্জিনিয়ারের লড়াই

গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার-ইঞ্জিনিয়ারের লড়াই

এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ

দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারণা ততই তুঙ্গে উঠছে। জোট প্রার্থীর পক্ষে মাঠে নেমে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে চলছে এখন দ্বিমুখী প্রচারণা। 

মহাজোটের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (লাঙ্গল) দীর্ঘ পাঁচ বছরের উন্নয়ন ও তাঁর মানবিক কর্মকান্ডকে তুলেধরে প্রচার-প্রচারণা এবং গণসংযোগে চালিয়ে যাচ্ছেন। 

অন্যদিকে নির্বাচনে একবারেই নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা করছেন। তবে অন্যান্য প্রার্থীদের মাঠে দেখা যায়নি। 

দলীয় নির্দেশে উপজেলা আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা সভাপতি আফরুজা বারী মনোনয়ন প্রত্যাহার করলেও মায়ের পরিবর্তে মেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লা নাহিদ নিগার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগের কিছু সংখ্যক নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারীর মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগারের পক্ষে কাজ করলেও ইতিমধ্যে অনেকে জোট প্রার্থীর পক্ষে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, আব্দুল হান্নান সরকার, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক ও  সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ অনেকে জোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর  পক্ষে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ উপস্থিত বক্তব্য দিচ্ছেন।   

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- জোট প্রার্থী জাতীয় পাটির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কৃষক-শ্রমিক-জনতালীগ প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, জাসদ প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট খন্দকার রবিউল ইসলাম, বিএনএফ প্রার্থী মো. ওমর ফারুক সিজার, বাংলাদেশ কল্যাণ পাটি মোছা: আইরিন আকক্তার, এনপিপির মোছা. মর্জিনা বেগম, বাংলাদেশ কংগ্রেস পাটির মো. ফখরুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি), জয়নাল আবেদীন (ট্রাক)। 

জাসদ প্রার্থী গোলাম আহসান হাবিব মাসুদ মাধুকরকে বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণা নির্ভর করছে দলীয় প্রার্থীদের খুশি করার উপর। তিনি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। যে ভাবে ভোটাররা এক সময় তাকে ভোট নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, ঠিক একই ভাবে এবার ভোটররা তাকে এমপি নির্বাচিত করবেন।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লা নাহিদ নিগার মাধুকরকে বলেন, ভোটের মাঠে অনেক সারা পাওয়া যাচ্ছে। আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাধারন ভোটাররা তারপক্ষে কাজ করছেন। জয়ের ব্যাপারে তিনি অনেকটা নিশ্চিত।

উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু বলেন, প্রার্থীর চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেক আওয়ামীলীগ নেতাকর্মী কাজ করবেন। দলীয় সিদ্ধানের বাইরে গিয়ে কাজ করার কোন সুযোগ নেতাকর্মীর নেই। তাই জোট প্রার্থীর পক্ষে কাজ করছে অনেকে। 

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি মাধুকরকে বলেন, দীর্ঘ পাঁচ বছরে তিনি ফি এ্যম্বুলেন্স সেবা ও ডাক্তারের মাধ্যমে কমপক্ষে দুই লাখ অসহায় রোগির সেবা প্রদান নিশ্চিত করেছেন, ১০০ কিলোমিটার রাস্তা পাকা করেছেন, ৫০০ মসজিদ ও মন্দিরে অনুদান দিয়েছেন, নদীভাঙন রোধে ৪৬৫ কোটি কাজ করেছেন, তিস্তা পিসি গার্ডার সেতা নির্মাণের দ্বিতীয় সংশোধনী বরাদ্দ একনেকে পাশ করে কাজের গতি তরান্বিত করেছেন। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনটি জাতীয় পাটির ঘাটি নামে পরিচিত। উপ-নির্বাচনসহ সাতবার এই আসনে জাতীয় পাটি নির্বাচিত হয়েছে। এবারও জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। অন্যান্য প্রার্থীর ব্যাপারে তাঁর ভাষ্য তাদেরকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad