নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদ জানিয়ে তার অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩০ জুলাই) শহরের ডিবি রোডে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ছাত্রীরা প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিষয়টি দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।