Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০২

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিরিন আখতার

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিরিন আখতার

ফুলছড়ি প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর গাইবান্ধা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন শিরিন আখতার। তিনি ফুলছড়ি উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বাছাই কমিটির সভাপতি ও গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় এবার তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন। 

ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের ২০ শে সেপ্টেম্বর যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক শিরিন আখতার শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রেখে চলছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক শিক্ষার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন। 

জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে শিরিন আক্তার বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। এ অর্জন রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকলের। তিনি আরও বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো। 

শিরিন আখতার ছোটবেলা থেকেই সমসাময়িক প্রবন্ধ, গল্প, গান, কবিতা লেখালেখির পাশাপাশি একজন ভাল উপস্থাপক হিসাবে সুনাম অর্জন করা সহ শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আদর্শ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad