নিজস্ব প্রতিবেদক►
গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে গাইবান্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৮ আগস্ট) সকাল ১০টার দিকে দৈনিক মাধুকর পত্রিকা অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় গাইবান্ধা জেলার স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ।
মতবিনিময় সভায় সিনিয়র তথ্য অফিসার মামুন অর রশিদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আর সাংবাদিকগণ হলেন এই চতুর্থ স্তম্ভের পরিচালক। সাংবাদিকগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরেন। সাংবাদিকতার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিস্থিতিগত পরিমিতিবোধ বজায় রাখতে হবে। সাংবাদিকদের সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে এবং কোনোভাবেই তথ্যকে হত্যা করা যাবে না। তিনি লেখকস্বত্ব ও কপিরাইট আইন মেনে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন হিসাবে কাজ করে। সমাজের ইতিবাচক পরিবর্তনেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। এই দর্পণে কেউ ভুল দেখতে চান না। যে সংবাদপত্রে ভুলের পরিমাণ কম থাকে, সে সংবাদপত্র তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। তিনি সাংবাদিকতা পেশায় ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার ফাতেমা জান্নাতুল ফেরদৌস সুরভী। মূলপ্রবন্ধে তিনি সংবাদ লেখার কৌশল, সংবাদের বৈশিষ্ট্য, সংবাদের উৎস, সম্পাদকীয় লেখার ক্ষেত্রে করণীয় প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের উদ্যোগে নিয়মিত মতবিনিময় সভা ও কর্মশালা আয়োজন করা প্রয়োজন। এ ধরনের আয়োজন করা হলে গণমাধ্যমের উন্নয়ন হবে এবং সাংবাদিকগণ উপকৃত হবেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও স্থানীয় পত্রিকাসমূহ নিয়মিত প্রকাশিত হচ্ছে। সাংবাদিকগণ স্থানীয় সংবাদপত্রের উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা। সভায় গাইবান্ধা জেলার স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।