• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৫-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৭
  • ২৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে স্বর্ণের বার উদ্ধা‌রের ঘটনায় গ্রেফতার আসা‌মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

কুড়িগ্রামে স্বর্ণের বার উদ্ধা‌রের ঘটনায় গ্রেফতার আসা‌মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় গ্রেফতার আসা‌মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্প‌তিবার জু‌ডি‌শিয়াল ম‍্যাজিস্ট্রেট (ফুলবাড়ী আম‌লি আদালত) মো: মজনু মিয়া এ আদেশ দেন। ফুলবাড়ী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম র‌বিউল ইসলাম (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে। এর আগে গত শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ পাশ থেকে স্বরর্ণের বারসহ রবিউলকে আটক করে বি‌জি‌বি।

রিমান্ড শুনানীকালে আদালতে উপ‌স্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সারওয়ার পারভেজ। আসা‌মী পক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম। আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানীতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, স্ব‌র্ণ চোরাচালান চক্রে জ‌ড়িত অপর সন্দেহভাজনদের সম্পর্কে তথ‌্য জানতে আসা‌মীকে অ‌ধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এজন‌্য তি‌নি পাঁচ দিনের রিমান্ড আবেদন  করেন। আসা‌মী পক্ষের আইনজী‌বী রিমান্ডের বিরোধীতা করেন। পরে আদালত আসামীকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুম‌তি দেন।

পু‌লিশ প‌রিদর্শক সারওয়ার পারভেজ বলেন , 'আসা‌মীর দুই  দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে । আদেশের ক‌পি পেলে আসামীকে জিজ্ঞসাবাদ করা হবে।'

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়