মোদাচ্ছেরুজ্জামান মিলু►
বেশ কয়েক বছর থেকে কলেজ পাড়া দুর্গা মন্দিরে দুর্গোৎসবের আয়োজন করা হয়। কিন্তু এবারে সাজানো হয়েছে ভিন্ন সাজে। মন্দিরে প্রবেশের মোড়ে বা কলেজ পাড়া মোড়ের চতুর্দিকে অত্যাধুনিক আলোর ঝর্ণাধারায় সুসজ্জিত করে তৈরি করা হয়েছে কয়েকটি গেট।
ত্রিরাস্তার দুপাশ দিয়ে লাল-নীল হলুদ বাতির খেলায় যেন চোখ ধাঁধানো আলোর ভেলকিতে আলোকিত হয়েছে কলেজ পাড়া। থানাপাড়া থেকে কলেজ পাড়ায় ঢুকতে প্রধান গেট যেন আরেক যাদুকরী আলোর গেট। লাইটের আলোয় গাথা হয়েছে কলেজ পাড়ার নাম ও স্বাগত জানানোর অভিবাদন।
দুর্গা প্রতিমার মঞ্চ তৈরি করা হয়েছে তিনতলা বিশিষ্ট বিভিন্ন রং এর কাপড়ের ভাঁজে ভাঁজে নান্দনিক দৃষ্টির মঞ্চ যার ভিতরেই বসে আছেন দুর্গামা। পুজোর অর্চনায় সকলে যেন ঘোড়ায় চরে আসা মাকে একনজর দেখার জন্য ব্যাকুল। এদিকে কলেজ পাড়ার মোড়ের বিভিন ফাঁকা জায়গায় তৈরি করা হয়েছে রুচিসম্মত সাজানো ক্যাফেটরিয়া ও টি স্টল। চা, কফি, ফুচকা, লুচি, চটপটি, কেক, বিস্কুট ইত্যাদি পাওয়া যাচ্ছে এখানে। মাকে দেখে ফিরে যাবার সময় যেন একটং বিশ্রামও হচ্ছে আবার ক্যাফেটরিয়াতে রুচিশীল খাবারও খাওয়া হচ্ছে।
কলেজপাড়া দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাশ বলেন, কলেজপাড়ায় এবার ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে যা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে।