নিজস্ব প্রতিবেদক►
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বিভিন্ন হাসপাতালে দারে দারে ঘুরেও কাঙ্খিত চিকিৎসাসেবা মেলেনি। পরে গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় অবস্থিত এসকেএস হাসপাতালে মেলে কাঙ্খিত চিকিৎসাসেবা। কয়েক সপ্তাহের চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ। বলছিলাম গাইবান্ধা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকারের কথা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) পুরোপুরি সুস্থ হয়ে পাঁয়ে হেটে ফুলের তোড়া হাতে নিয়ে হাজির হন এসকেএস হাসপাতালে। কয়েক সপ্তাহের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করেছে হাসপাতালের সকলকে।
এ সময় তিনি বলেন, এখনকার ডাক্তার-নার্সরা যত্নসহকারে আমাকে চিকিৎসাসেবা দেওয়ায় আজ আমি পুরোপুরি সুস্থ। আমার চিকিৎসাসেবায় নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের মধ্যে মানবিকতা, পেশাদারিত্ব আছে তাদের আমি সাধুবাদ জানাই। যেসব চিকিৎসক অমানবিক ও পেশাদারিত্ব নেই তাদের আমি ধিক্কার জানাই।
এ সময় হাসপাতালের ডা. মুহাম্মদ ইমাম-উজ-জামান (সোহাগ), হাসপাতালের ম্যানেজার মশিউর রহমান প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।