Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১২-২০২৩, সময়ঃ সকাল ০৯:০১

এসকেএস-এর কার্যক্রম পরিদর্শন করেছেন এনজিও ব্যুরো’র মহাপরিচালক

এসকেএস-এর কার্যক্রম পরিদর্শন করেছেন এনজিও ব্যুরো’র মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক এসকেএস ফাউন্ডেশন- এর চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (গ্রেড-১) শেখ মোঃ মনিরুজ্জামান। সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মরত এনজিওদের কর্মসূচি পরিদর্শনের অংশ হিসেবে তিনি এসকেএস- এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।  ১৮ ডিসেম্বর ২০২৩, মহাপরিচালক গাইবান্ধা জেলায় বাস্তয়ায়িত এসকেএস ফাউন্ডেশন- এর মাঠ কার্যক্রম পরিদর্শন করেন। এসকেএস- এর চলমান কর্মসূচির অংশ হিসেবে তিনি Promotion of Maternal and Newborn Health (MAMOTA) এবং SHOUHARDO III DRR প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়িত কর্মসূচি ও তার প্রভাব পরিদর্শন করেন। মহাপরিচালক গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উত্তর ঘাগোয়া গ্রামে বসতভিটা উঁচুকরণ কর্মসূচি পরিদর্শন করেন। এ সময়ে তিনি বাস্তবায়িত কার্যক্রম এবং তার উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন।  মহাপরিচালক উপকারভোগীদের কথা শুনেন এবং এসকেএস ফাউন্ডেশন-এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের জন্য বাস্তবায়িত কার্যক্রম এসকেএস ফাউন্ডেশন- এর চমৎকার একটি উদ্যোগ। এই কর্মসূচি এলাকার মানুষের উপকারে আরও দীর্ঘ সময় চালিয়ে যাওয়া উচিত।  এছাড়া বসতভিটা উঁচুকরণের সুবিধা বেশী সংখ্যক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বন্যাপ্রবণ এই এলাকায় ক্লাস্টারভিত্তিতে বসতভিটা উঁচুকরণের দিকে আরও বেশী মনোযোগ দেওয়া উচিত।“কর্মসূচি পরিদর্শনকালে মহাপরিচালক- এর সঙ্গে ছিলেন এসকেএস ফাউন্ডেশন- এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad