• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৫৪
  • ৭০ বার দেখা হয়েছে

একীভূত হলো পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক

একীভূত হলো পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক

মাধুকর ডেস্ক►

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পদ্মা ও এক্সিম আজ থেকে একিভূত হলো। আজ সোমবার (১৮ই মার্চ) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে দুটি ব্যাংকের পক্ষে এ বিষয়ে একটি সমঝোতা ম্মারকে সই করা হয়। 

এসময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, "এর মধ্যে দিয়ে দুই ব্যাংক এক হলাম। ফলে আজ থেকে পদ্মা ব্যাংকের সকল দায় দেনা কাঁধে নিলো এক্সিম ব্যাংক। পদ্মা ব্যাংকের সকল দায় পরিশোধ করবে এক্সিম ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকের আমানত সুরক্ষা পাবে।"

নজরুল ইসলাম মজুমদার জানান, "আগামীকাল থেকে আর পদ্মা ব্যাংক থাকছে না। ব্যাংকটিকে একীভূত করার কারণে নতুন কার্যক্রম চলবে এক্সিম ব্যাংকের নামে। একীভূত করা হলেও কোনো এমপ্লয়ি চাকরি হারাবেন না। তবে পদ্মা ব্যাংকের পরিচালকরা এক্সিম ব্যাংকের পরিচলানা পর্ষদে থাকতে পারবেন না।"

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, একিভূত হবার পদ্ধতি আমাদের দেশে নতুন হলেও বিশ্বব্যাপি এটি একটি স্বীকৃত প্রক্রিয়া। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোন ব্যাংকের কমর্কতা-কমচারি যদি দুর্নীতিতে যুক্ত থাকে তাহলে তারা মার্জার (একীভূতিকরণ) এর কারণে দায়মুক্তি পাবেনা।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়