Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩১

এক প্রভাবশালীর দাপটে বন্ধ ৭০০ মানুষের চলাচলের রাস্তা (ভিডিওসহ)

এক প্রভাবশালীর দাপটে বন্ধ ৭০০ মানুষের চলাচলের রাস্তা (ভিডিওসহ)

মহিমাগঞ্জ (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি►

গ্রামের সাত শতাধিক মানুষের অধিকাংশই নিম্ন আয়ের। বিভিন্ন হাট-বাজারে ছোট-খাটো ব্যবসা আর ব্যাটারিচালিত অটোরিক্সা চালিয়ে তারা জীবন ধারণ করেন। ওই গ্রামের লোকজনের বাইরে বেরোনোর একমাত্র রাস্তাটি তাদেরই ছেড়ে দেয়া জায়গার উপর নির্মিত। কিন্তু সম্প্রতি ওই রাস্তাটির একটি বড় অংশে দেওয়াল তুলে বন্ধ করে দিয়েছেন একজন প্রভাবশালী ব্যক্তি।

এ অভিযোগে এবং রাস্তাটি খুলে দেয়ার দাবিতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গ্রামবাসী বিক্ষোভ করেছেন। ঘটনাটি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি গ্রামের।

এলাকাবাসীর অভিযোগ, সুদীর্ঘকাল আগে থেকে ওই রাস্তায় তারা চলাচল করেন। গৃহস্থালি সামগ্রী পরিবহণ ছাড়াও বর্তমানে ওই গ্রামে প্রায় ২৫টি ব্যাটারিচালিত অটোরিক্সা থাকায় তাও চলাচল করে ওই রাস্তা দিয়ে। রাস্তাটি একেবারে বাড়ি-ঘরের মাঝ দিয়ে চলে যাওয়ায় যার যার বাড়ির সামনে যেটুকু জমির প্রয়োজন, তা গ্রামবাসীরাই দান করেছেন।

কিন্তু সম্প্রতি ওই গ্রামের প্রভাবশালী তহিমুল ইসলাম প্রধান একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য শহরে বাড়ি থাকায় তার রাস্তার প্রয়োজন নাই এ কথা বলে তার বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দিয়ে দেওয়াল তোলা শুরু করেন। এল ফলে রাস্তাটি অপরদিকের একজনের জমির অংশটুকুতে সীমাবদ্ধ হওয়ায় সেটি সরু হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত এক সপ্তাহ ধরে ওই গ্রামের ২৫টি অটোরিক্সা রাস্তায় বের করতে না পেরে খেয়ে না খেয়ে  দিনাতিপাত করতে হচ্ছে এর চালকদের। পায়ে হেঁটে কোনমতে বের হয়ে তাদের বিভিন্ন যেতে হচ্ছে।

এ বিষয়ে গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্নভাবে অনুরোধ করেও তাকে রাস্তাটি ছেড়ে দেয়ার জন্য রাজি করাতে পারেন নি। বরং তিনি বেশি বাড়াবাড়ি করলে মামলা-হামলা করার হুমকি প্রদান করছেন বলে অভিযোগ করেন তারা।  

শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, অনেক অনুরোধ করলেও তিনি কারও কোন অনুরোধই গ্রাহ্য করেছেন না।      

এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ওই স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অর্ধসহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে অবিলম্বে রাস্তাটি চলাচলের জন্য খুলে দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছাইদুর রহমান ও তৌফিজুর রহমান, শাখাহাতি গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান, আজিজুর রহমান, হবিবর রহমান, শরিফ, মিঠু, আব্দুল খালেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad