ধাপেরহাট প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নের কাবিলপুর সোনাতোলা গ্রামে বসতবাড়ীর ঘর ও ফলজ গাছ কেটে ইচ্ছামতো চলাচলের রাস্তা প্রদান না করায় হেলাল সরকারের পরিবারের বসতবাড়ীর একমাত্র চলাচলের পথে বাশের ঘিরে দিয়ে অবরুদ্ধ করে রাখে বাবলু গং । দীর্ঘদিন হলো বাবলু গং এর লোকজন ইচ্ছা মতো রাস্তা দাবী করে হেলাল সরকারের পরিবারে সাথে নানা ভাবে অমানুবিক ও মানুসিক নির্যাতন চালিয়ে আসছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩১ মার্চ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটার সময় সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতোলা গ্রামের হেলাল সরকারের বতসবাড়ীর একমাত্র চলাচলের রাস্তায় জোড় পূর্বক বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে বাবলু গং । এরপর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিকগণের নিকট উক্ত রাস্তা খুলে দেওয়ার অঙ্গিকার করে শান্তিপূর্ণভাবে উভয় পরিবার বসবাস করার হবে বলে জানান বাবলু গং এর লোকজন ।
এদিকে ভুক্তভোগী হেলাল সরকার ও তার পরিবারের লোকজন দাবী করেন ,দীর্ঘদিন হলো বাবলু গং তাদের পরিবারের উপর অমানুবিকভাবে মানুসিক নির্যাতন চালিয়ে আসছে। এদের এহেন নির্যাতনের প্রতিবাদ করতে গেলে দ্বন্দ কোলহ সৃষ্টি হওয়ার ভয়ে আমরা প্রতিনিয়ত অমানুবিক নির্যাতনের শিকার হয়ে মানববেতর জীবন যাপন করছি। বাবলু গং এর লোকজনের এ নির্যাতন হতে রক্ষায় আমরা আপনাদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।