• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৫
  • ৩১ বার দেখা হয়েছে

ইউপি সদস্য সেলিম রেজার অনিয়মের অভিযোগ করায় অভিযোগকারীকে হুমকি প্রদান থানায় অভিযোগ

ইউপি সদস্য সেলিম রেজার অনিয়মের অভিযোগ করায় অভিযোগকারীকে হুমকি প্রদান থানায় অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সেলিম রেজার অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগে জানা যায়, শিশু ভাতা, ভিজিডি ও ১০ টাকার চালের জন্য লিখিত অভিযোগ করায় অভিযোগকারীকে ভয়ভীতি প্রদর্শন সহ জীবননাশের হুমকি দেয়ায় মমেনা বেগম পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

তার লিখিত অভিযোগে জানা যায়, ভিজিডি চাউলের কার্ড করে দিবে মর্মে ৮ হাজার টাকা প্রদান করেন। কার্ড না করে দেওয়ায় দীর্ঘদিন টাকার ব্যাপারে দাবী করলে একপর্যায়ে গত ১ মে-২০২৩ সকাল ১০টার দিকে প্রকাশ্যে আমাকে মারধর করে। শুধু তাই নয় আমার মতো আরো ২৫/৩০ জনের কাছ থেকে কার্ডের কথা বলে প্রতারণা করে টাকা নেয়।

আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ দাখিল করায় সেলিম মেম্বার ও তার সহযোগী লোকজন আমাকে আবারো মারধর করা সহ খুন জখমের হুমকি প্রদান করে। এব্যাপারে আমি ৮ মে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেন। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়