নিজস্ব প্রতিবেদক ►
গভীর রাতে অভিযান চালিযে গাইবান্ধা সদর উপজেলার গিদারী থেকে ইউপি মেম্বরসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইউপি মেম্বার এনামুল হক, মারুফ মিয়া, মোখলেছ মিয়া, সাদা মিয়া ও আব্দুল মতিন।
এলাকাবাসী জানান, এনামুল মেম্বারের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় জুয়ার আসর চলে আসছিলো। দূর-দূরান্ত থেকে জুয়ারিরা এসে আসর জমিয়ে তুলতো। গোপন সুত্রে খবর পেয়ে গাইবান্ধার ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত ২ টার দিকে উত্তরগিদারি সোনারভিটা থেকে ওই ৫ জুয়ারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও টাকা পাওয়া যায়। ঘটনাস্থলে এনামুল মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকেসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের ওসি মোখলেছুর রহমান জানান, গ্রেফতার হওয়া ইউপি মেম্বর দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।