Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-২-২০২৩, সময়ঃ রাত ০৭:০৪

আন্ধেরি হিলফ-এর প্রেসিডেন্ট কর্তৃক এসকেএস‘র কার্যক্রম পরিদর্শন

আন্ধেরি হিলফ-এর প্রেসিডেন্ট কর্তৃক এসকেএস‘র কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক ►

এসকেএস ফাউণ্ডেশন ও আন্ধেরি হিলফ-এর যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প পরিদর্শন করেছেন আন্ধেরি হিলফ-এর প্রেসিডেন্ট এলিভেরা মারিয়া গ্রেইনার। ১ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৩, তিনি যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প সমূহ- Expanding Livelihood and Increasing Resilience to Flooding and River Erosion of 5000 Poor Island Households in Gaibandha District-ELIR Project, Expanded Livelihoods for 2000 Poor Households and Increased Resilience to Flooding in Lalmonirhat District, Prevention of Avoidable Blindness (PAB)-এর কর্মসূচি পরিদর্শন করেন। 

প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি শনিবার গাইবান্ধার সাঘাটার উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলেজ রোড়ে অবস্থিত এসকেএস ভিশন সেন্টার পরিদর্শন করেন এবং ভিশন সেন্টারের সেবা নিতে আগত চক্ষুরোগী ও সেখানে কর্মরত ডাক্তার ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি গত ৩ ফেব্রুয়ারি, তিনি গাইবান্ধার মাস্টারপাড়ায় অবস্থিত এসকেএস আই হসপিটাল পরিদর্শন করে সেখানের সেবা ও রোগীদের অবস্থা সম্পর্কে অবগত হন। 

গত ২ ফেব্রুয়ারি, তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কালুরপাড়া চর এবং সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামে Expanding Livelihood and Increasing Resilience to Flooding and River Erosion of 5000 Poor Island Households in Gaibandha District-ELIR Project-এর মাঠ কর্মসূচি পরিদর্শন করে সেখানে কর্মসূচি অংশ গ্রহণকারী নারীদলের সাথে তাদের জীবন ও জীবিকা নিয়ে আলোচনা করেন। সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামে অনুষ্ঠিত নারীদলের আলোচনায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণও উপস্থিত ছিলেন। 

এছাড়া ১ ফেব্রুয়ারি, Expanded Livelihoods for 2000 Poor Households and Increased Resilience to Flooding in Lalmonirhat District-প্রকল্পের কর্মসূচি পরিদর্শনে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফলিমারী ও খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে নারীদলের সদস্যদের সাথে কথা বলেন। 

তাঁর প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, আন্ধেরি হিলফ, বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর  শঙ্কর প্যাট্রিক কস্তা, এসকেএস ফাউণ্ডেশনের উপ-নির্বাহী প্রধান ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান, আন্ধেরি হিলফ-এর ফান্ডরেইজার ও পাবলিক রিলেশনস অফিসার সারাজে ইনকল, এসকেএস ফাউণ্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামস পরিচালক মো. সাইফুল আলম, আন্ধেরি হিলফ-বাংলাদেশ এর ফাইনান্স এন্ড অ্যাডমিন ম্যানেজার মো. নাজমুল হোসেন এবং প্রকল্প সংশ্লিষ্ট এসকেএস ফাউণ্ডেশনের কর্মকর্তাগণ।

প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি এসকেএস ফাউণ্ডেশনের প্রধান কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি সংস্থার কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad