• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫৭
  • ৩০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবসে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবসে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

‘আসুন সবাই শব্দদূষন হ্রাসে সচেষ্ট হই’ স্লোগানে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যাগে শব্দদূষন ও নিয়ন্ত্রনে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র অফিসার মো. হাসান-ই-মোবারক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, বিআর টিএ এর সহ-পরিচালক মো. রবিউল ইসলাম, জেলা মটর মলিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়