নিজস্ব প্রতিবেদক►
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এতে অংশ নেয় এসকেএস ফাউণ্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র, ব্রাক, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা।
মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য দেন গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, উন্নয়ন কর্মী আফতাব হোসেন, আফরোজা লুনা, উম্মেল কুলসুম ইলা, জয়া প্রসাদ, মোশারফ হোসেন প্রমুখ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহুমাত্রিক কাজ করলেও নারী ও কন্যার প্রতি সহিংসতার মাত্রা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে, এর সাথে বাড়ছে বর্বরতার ধরণ। এ সকল পরিস্থিতির উত্তরণে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ‘সমন্বিত বিনিয়োগ অপরিহার্য’ বলে জানান বক্তারা।