• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৩-২০২৪, সময়ঃ সকাল ১০:১৯
  • ৫১ বার দেখা হয়েছে

আজ পবিত্র ইস্টার সানডে

আজ পবিত্র ইস্টার সানডে

মাধুকর ডেস্ক►

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় দিন - ইস্টার সানডে। এই দিনে যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের।

পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী যিশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। এই দিনটিকে খিস্টান ধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করেন।

দিনটি উপলক্ষে আজ ভোরে মিরপুর-১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর প্রার্থনা সংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ব্যাপ্টিস্ট চার্চ মিশনসহ সব গির্জা ও চার্চে বিশেষ প্রার্থনা সভা হয়েছে।

বড়দিনের মতো ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। ২১ মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায়, তার পরের রবিবার পালন করা হয় ইস্টার সানডে। পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়