Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:১০

আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

মাধুকর ডেস্ক ►

ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে দেশের অভয়াশ্রমগুলোতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 

এই সময়ে ২০ জেলার নদী ও সাগর মোহনার চিহ্নিত এলাকায় নজরদারি চালবে প্রশাসন।

এতে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্য রাত থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নিষিদ্ধ থাকবে নদী ও সাগরে ইলিশ ধরা। এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 এছাড়া, মাছ ধরা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাছ শিকার বন্ধ থাকায় এ সময়ে ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ। 

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে কমপক্ষে ১ বছর জেল বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad