নিজস্ব প্রতিবেদক►
আজ শনিবার (২৭ জুলাই) গাইবান্ধা জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ চলমান থাকবে বলেও জানান তিনি।
এদিকে কারফিউ শিথিলের তথ্য জনসাধারণকে জানাতে মাইকিং করছে জেলা তথ্য অফিস।
এক সপ্তাহ পর গাইবান্ধার সার্বিক পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়েছে। সড়কে চলছে যানবাহন। খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সব প্রতিষ্ঠান। তবে এখনও শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।