Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪২

আজ খুলছে অফিস-আদালত 

আজ খুলছে অফিস-আদালত 

মাধুকর ডেস্ক ►

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। ঈদ উপলে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনকে ছুটি ঘোষণা করে ছুটি একদিন বাড়ানো হয়। এর ফলে ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে ঈদুল আজহা উপলে ২৮-৩০ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি ছিল। এর সঙ্গে ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, তিন দিনে সব মিলিয়ে (ঈদের দিন এবং তার আগের দুই দিন) ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। একই সময় ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad