সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পৌরসভার অসহায় সাজু মিয়াকে একটি ব্যাটারিচালিত রিক্সা সহায়তা হিসেবে প্রদান করেছেন।
সাংসদ শামীম মঙ্গলবার পৌর সভার নং ওয়ার্ডের বাসিন্দা সাজু মিয়ার বাড়িতে গিয়ে ব্যাটারি চালিত বিক্সাসহ চাবি তুলে দেন তার হাতে।
এ সময় উপস্থিত ছিলে সাংসদ শামীমের ব্যক্তিগত সহকারি নূর মোহাম্মদ রাফি, উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি মোসলিম মিয়াজি, রাসেল মিয়া প্রমুখ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাজু মিয়রা ভাষ্য, দীর্ঘদিন হতে তিনি মানুষের দ্বারে দ্বারে সহায়তা নিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন মাধ্যমে সাংসদ শামীমের নিকট তার আবেদটি পৌচ্ছে দেন । সাথে সাথে সাংসদ শামীম তাকে একটি ব্যাটারি চালিত রিক্সা কিনে তার বাড়িতে পৌচ্ছে দেন। সাংসদ শামীমের দেয়া রিক্সা চালিয়ে তার সংসার চালাতে আর কোন কষ্ট হবে না। সাজু মিয়া সাংসদের দীর্ঘায়ু কামানা করেন।