Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৯-২০২৩, সময়ঃ রাত ০৭:১২

অভাবে দত্তক দেয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

অভাবে দত্তক দেয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

সাদুল্লাপুর প্রতিনিধি►

সাদুল্লাপুরে অভাব-অনটনের কারণে দত্তক দেওয়া ১ মাস বয়সী শিশুকে উদ্ধার করে মায়ের নিকট ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার রাতে সাদুল্লাপুর থানায় ওসি মাহবুব আলম এই শিশুকে মা মোছাঃ ছিনা বেগমের কোলে তুলে দেন। এসময় নগদ আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।

পুলিশ জানায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মাছপাড়ার মোছাঃ ছিনা বেগমের সাথে সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের লোকমান হোসেনের বিয়ে হয়। কিন্তু স্বামীর ঘরে আগের তিন স্ত্রী থাকায় কিছুদিন পর ছিনা বেগম বাবার বাড়ি মাছপাড়ায় ফেরত আসেন। সেখানে বাড়ির পাশে একটি চায়ের দোকান দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি এই গৃহবঁধুর একটি ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়। কিন্তু অভাবের কারণে সদ্য ভূমিষ্ঠ এই নবজাতককে নি:সন্তান দম্পতি মামাতো ভাই গাইবান্ধা সদর উপজেলার পুলবন্দী এলাকার সুমন মিয়াকে দত্তক দেন। বিষয়টি গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন অবগত হন। পরে তার নির্দেশে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) গোফফার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পুলবন্দী থেকে ওই শিশুকে উদ্ধার করেন।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে ওই শিশুকে  উদ্ধার পূর্বক  তার মা ছিনা বেগমের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। এসময় পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad