Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৪-২০২৩, সময়ঃ রাত ০৭:০৫

অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ

অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক ►

পবিত্র রমজান মাস গাইবান্ধার " ফিরোজা সালেক বৃদ্ধাশ্রমে" অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত বৃদ্ধসহ মোট ২৫ জনের মাঝে রবিবার বিকেলে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন" অংকুর ফাউন্ডেশন" ইফতার সামগ্রি স্বরুপ রান্না করা খাবার বিতরণ করা হয়।

অংকুর ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা শায়েস্তাগীর চৌধুরীর নির্দেশে ও অর্থায়নে রবিবার বিকেলে শহরের সুখ শান্তির বাজার সংলগ্ন "ফিরোজা সালেক বৃদ্ধাশ্রম" এ " অংকুর ফাউন্ডেশন গাইবান্ধার কর্মকর্তা ও গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক সুকমল মজুমদার ও তার স্ত্রী প্রতীমা রায় ইফতার সামগ্রী স্বরুপ রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফিরোজা সালেক বৃদ্ধাশ্রম এর সাধারণ সম্পাদক ও উন্নত পরিবার গঠনে মহিলা সংস্থার পরিচালক সাহানা ইয়াসমিন লাকী, সদস্য ফেরদৌসী বেগম, সাংবাদিক সঞ্জয় সাহাসহ অনেকে।

"রংপুর এর মিঠাপুকুর উপজেলার মোসলেম বাজার এর সত্তরউর্দ্ধ বয়সী নুর জাহান বেগম" বলেন, জায়গা জমি না থাকায় আমরা অসহায় এবং এক ছেলে সন্তান রয়েছে সে রিক্সা চালায় খাইত, এখন টিবি ব্যারাম হওয়ায় বেকার রয়েছে। এখানকার পরিচালক আপা আমাদের খাবার দিচ্ছে তাই খেয়ে বেচে আছি। আজ অংকুর ফাউন্ডেশন থেকে ইফতার খাবার দেয়ায় রোজা পালন করতে সুবিধা হবে। আমি এ জন্য অংকুর ফাউন্ডেশন এর লোকদের ধন্যবাদ জানাচ্ছি ও তাদের সুস্থতা কামনা করছি, যেন আমাদের পাশাপাশি আমাদের মত অন্য বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদেরকেও খাবার বিতরণ করতে পারে।

সুকমল মজুমদার বলেন, অংকুর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে তারা সমাজের অসহায়, ক্ষুধার্ত নিপীড়িত, ও গরীব শিক্ষার্থীদের  পাশে দাঁড়িয়ে সহযোগীতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে এই ইফতার বিতরণ করা হলো এবং আগামীতেও এ ধরণের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad