• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৬-২০২৪, সময়ঃ সকাল ১১:৩৭
  • ১৭ বার দেখা হয়েছে

ঈদে ইশতিয়াক আহমেদের নির্মাণে দুই নাটক

ঈদে ইশতিয়াক আহমেদের নির্মাণে দুই নাটক

বিনোদন ডেস্ক►

এবারের ঈদে দুটি নাটক বানিয়েছেন। ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন স্বাদের দুই গল্প নির্বাচন করা হয়েছে নাটকের জন্য। নাটক দুটির গল্প ও চিত্রনাট্য তারই।

দুই নাটকের একটি সোহেল মণ্ডল ও সামিরা খান মাহিকে নিয়ে। নাম, পরাজিত। এক যুবকের জুয়ার খেলার নেশাকে উপজীব্য করে তৈরি হয়েছে এই গল্প। যার প্রেম অপরদিকে জুয়ার টান।

দুইয়ের মাঝে শেষ পর্যন্ত জয় কার? সেই পরিণতিনির্ভর গল্প নিয়ে এই পরাজিত। নাটকটি ঈদের ৬ষ্ঠ দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচারিত হবে।

অন্য নাটকটি নির্মাণ করেছেন লেবেল কোম্পানি গানচিলের জন্য। নাম ‘প্রিয় পুত্র’। অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, তারিক আনাম খান ও সাবেরি আলমের মতো তারকাদের দেখা যাবে এই নাটকে।

পিতা ও পুত্রের প্রজন্মের ফারাক এবং পুত্রের বেপরোয়া জীবন নিয়ে মূলত এই গল্প। শেষ অবধি পুত্রের অনুশোচনা কী হয়? নাটকটিতে রয়েছে তারই চিত্রায়ণ।

নাটকটি ঈদের আগেরদিন গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে পারে। নাটকগুলো ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়