Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে

মিরপুরে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৬

মিরপুরে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৬

মাধুকর ডেস্ক►

রাজধানীর মিরপুরের কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আরও বেশকয়েকজন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্ণের তাজুল ইসলাম।

তিনি বলেন, মরদেহগুলো গার্মেন্টসের অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হচ্ছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়।

আগুন নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল গোডাউনে এখনো নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনটি এখনও ঝুঁকিপূর্ণ। সেখানে ৬ থেকে ৭ ধরণের রাসায়নিক ছিল। এখন কেমিক্যাল গোডাউনে মরদেহের সন্ধান চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পরে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad