Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৬-২০২৪, সময়ঃ রাত ০৭:১৩
  • ৫৯ বার দেখা হয়েছে

সাঘাটায় জমিসহ ঘর পেল আরও ১০৬ পরিবার

সাঘাটায় জমিসহ ঘর পেল আরও ১০৬ পরিবার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটায় জমিসহ ঘর পেলেন আরও ১০৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার। 

আজ (সোমবার, ১১ জুন) সাঘাটা উপজেলাসহ সারাদেশে  ১৮ হাজার ৫ মত ৬৬ টি পরিবারের মাঝে জমিসহ সরকারি ঘর প্রদান করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টায় সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর সুবিধাভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে সাঘাটা উপজেলা প্রশাসন অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স প্রদর্শন ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে রংপুর বিভাগীয় কমিশনার আবু জাফর  উপস্থিত থেকে পঞ্চম ধাপে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ১০৬টি পরিবারের কাছে জমির দলিলসহ ঘরের চাবি সুবিধাভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হরেন।

এ সময় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকি, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামশীল আরেফীন টিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভুমি মনোরঞ্জন বর্মন, থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, ইউপি চেয়ারম্যান, মোশারফ হোসেন সুইট, শাহিনুর ইসলাম সাজু, আহসান হাবিব লায়ন, মফিজুল হক, সেলিম আহম্মেদ তুলিপ, রফিকুল ইসলাম আমিনুল ইসলাম, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী জানান, এ নিয়ে ৫ দফায় সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ২২১ টি পরিবার জমিসহ ঘর পেলেন। এর পরেও নদী ভাঙন বা কোনো দুর্যোগে কেউ গৃহহারা হলে বা থাকলে তাকেও জমি ও ঘর দিয়ে পুনর্বাসন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad