
চিলমারীতে অষ্টম পণ্ডিত বইমেলার উদ্বোধন—ছবি: সংগৃহীত।
মাধুকর ডেস্ক►
কুড়িগ্রামের চিলমারীতে তিন দিনব্যাপী অষ্টম পণ্ডিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ।
পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে এই মেলা চলবে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘একবিংশ শতাব্দীকে অনেকেই প্রযুক্তির শতাব্দী বলেন, আসলে কথাটি পুরোপুরি ঠিক নয়। আমি মনে করি একবিংশ শতাব্দী হলো জ্ঞানের শতাব্দী। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া দরকার জ্ঞান অর্জন। কারণ জ্ঞান ছাড়া প্রযুক্তি উন্নত হতে পারে না। তাই প্রযুক্তিতে উন্নতি করতে হলেও আগে জ্ঞান লাভ করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তোমরাই এ জাতির ভবিষ্যৎ। অযথা সময় নষ্ট না করে বই পড়ার অভ্যাস গড়ে তোলো। মেলা আয়োজক তোমাদের সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নিয়ে এবং তাদের সহযোগিতার মাধ্যমে এই আয়োজন সফল করতে হবে। এর মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে নিজেকে এবং বইমেলাকে তুলে ধরতে হবে।’
পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, কবি ও লেখক আবু রায়হান, ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু এবং প্রধান শিক্ষক তৈয়ব আলী প্রমুখ।
তিন দিনব্যাপী এই মেলা চিলমারীর বইপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিদিন সকাল থেকে মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।