Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে

ফুলছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

ফুলছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

আমিনুল হক, ফুলছড়ি►

সারা দেশের মতো গাইবান্ধার ফুলছড়িতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (০১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। ফুলছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহকারী পরিদর্শক মঞ্জিল হোসেন সরকার, সমবায়ী এনামুল হক মধু, লাভলু মিয়া, শাহিনা আক্তার প্রমুখ। 

প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল তার বক্তব্যে বলেন, “সমবায় হলো একতার শক্তি। আমরা যদি সবাই মিলে সমবায়ের মাধ্যমে কাজ করি, তবে সমাজের সব সমস্যা মিলিতভাবে সমাধান করা সম্ভব। সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয়, এটি সামাজিক ঐক্য ও সহযোগিতার প্রতীকও। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই আন্দোলনকে আরও শক্তিশালী করা।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad