নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল করিম সরকার দোলন (৫২) মৃত্যুবরণ করেছেন। আজ (শনিবার, ১২ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শফিউল করিম সরকার দোলন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে হোসেনপুর গ্রামে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দোলন ফুলছড়ি থানা বিএনপির যুগ্ম আহবায়ক এবং কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন।