Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৩-২০২৫, সময়ঃ দুপুর ০১:২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক►

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একটি টেকসই জীবনধারায় ন্যায়সঙ্গত রূপান্তর’ এই স্লোগানে আজ (শনিবার, ১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের শনিমন্দির সড়কে অবস্থিত দৈনিক মাধুকর কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গাইবান্ধা জেলা শাখা এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। ক্যাবের জেলা সভাপতি কে এম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সদস্য সচিব আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ভোক্তা কমিটির সদস্য আশরাফুল আলম। সভায় বিভিন্ন পর্যায়ের ভোক্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকারের পাশাপাশি সমাজের সচেতন মহলসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তাছাড়া গণমাধ্যমকর্মীদেরও সজাগ দৃষ্টি রেখে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রচার-প্রকাশের মাধ্যমে জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারিতে আনতে হবে, তাহলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথ পালনের সুযোগ সৃষ্টি হবে। এক কথায় সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সভায় উপস্থিত সকলে।

উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন।  ভোক্তার চারটি অধিকার সম্বন্ধে আলোকপাত করেন তিনি।  সেগুলো হলো- নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত ভোক্তার উক্ত চারটি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। ঐতিহাসিক দিনটির স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে ভোক্তা অধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad