মনজুর হাবীব মনজু, মহিমাগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম টুকু (৭৫) মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর বুধবার (১২ মার্চ) দিবাগত রাত একটায় উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) বাদ জোহর মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৯৭১ সালের ১৩ নভেম্বর জেলার ফুলছড়ি উপজেলার কালাসোনারচরে পাকিস্তানী সেনাদের সাথে সম্মুখযুদ্ধে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ভারতে চিকিৎসার জন্য নিয়ে গেলেও এই যুদ্ধে তার সঙ্গী ফজলুল করিম ঘটনাস্থলে শহীদ হন। এই যুদ্ধ ও শহীদের স্মরণে স্বাধীনতার পর ৬নং এরেন্ডাবাড়ি ইউনিয়নের একাংশ নিয়ে ৭নং ফজলুপর ইউনিয়ন গঠন করা হয়।