নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭৫০টি ইয়াবা ট্যাবলেটসহ এক গৃহবধুকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (বুধবার, ১২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তের পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই গৃহবধুর নাম হেলেনা বেগম (৩২)। তিনি ওই গ্রামের আলম শেখের (৫০) স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলম শেখ ও তার স্ত্রী হেলেনা বেগম চিহ্নিত মাদক কারবারি। আলম শেখের বিরুদ্ধে সাঘাটা ও বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। সেসময় আলম শেখকে পাওয়া যায়নি। তবে এসময় তার বাড়ি থেকে ৭৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে তার স্ত্রী হেলেনা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।