তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর (গাইবান্ধা)►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (রবিবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেকির বিলের সদ্য রোপনকৃত ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, রবিবার সকাল ১১টার দিকে ওই এলাকায় জনৈক এক কৃষক লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, গত ৫-৬ দিন থেকে এই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজারগুলোতে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত বৃদ্ধের বয়স ৬০-৬৫ হবে। মুখে দাড়ি ছিল। পরনে লুঙ্গি ও গায়ে সাদা সোয়েটার ছিল। তিনি বলেন, লাশের পরিচয় উদ্ধার করতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।