তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘খমিরন সাবান শিক্ষাবৃত্তি’ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পন্দনবি এর আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদানের আলোচনা অনুষ্ঠিত হয়।
বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকনের সভাপতিত্বে খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পন্দনবি এর ডেপুটি কান্টি ডিক্টের মো. মোস্তাফিজুর রহমান।
খমিরন সাবান শিক্ষাবৃত্তি পরিবারের সদস্য মো. সাইফুল ইসলাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পন্দনবি এর সিনিয়র প্রোগ্রামার অফিসার মো. রাজিবুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালেমা বেগম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ভাটি কাপাসিয়া সেসিব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমুখ।
পরে গত ২০২৪ শিক্ষা বর্ষের বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ও বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেব নগদ অর্থ এবং একটি করে ঘড়ি প্রদান করা হয়।
এর আগে, শিক্ষাবৃত্তির পরিসর বৃদ্ধি করার লক্ষে উপজেলার ২২টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন স্পন্দনবি। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবি শিক্ষার্থীদের খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।