Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১০
  • ২৬ বার দেখা হয়েছে

রংপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপিত

রংপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপিত

পিআইডি, রংপুর►

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রংপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস, ২০২৪ উদ্‌যাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে আজ (শনিবার, ২ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই। সমবায় এমন একটি প্রতিষ্ঠান, যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণে প্রতিষ্ঠিত হয়।

বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যের কারণে আমরা উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আর এই বৈষম্যের মূল কারণ হলো দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকার দুর্নীতি দূর করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি সমবায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

আলোচনাসভা শেষে উপজেলা পর্যায়ের সমবায় সমিতির সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। 

আলোচনাসভায় রংপুর বিভাগের যুগ্ম-নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল । অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পর্যায়ের বিভিন্ন সমবায় সমিতির সদস্য-সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad