নিজস্ব প্রতিবেদক►
কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার, হত্যার দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ (শনিবার, ৩ আগষ্ট) দুপুরে শহরের ১ নম্বর রেলগেটে জেলা কার্যালয় থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবারও রেলগেটে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার, হত্যার দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু, গোলাম রব্বানী মুসা, তপন কুমার বর্মন, সুপ্রিয়া ঘোষ, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, সংগঠক আমিনুল ইসলাম পিপুল ও ওয়ারেছ সরকার প্রমুখ।